শৈশব পাবনা খুঁজে কৈশরে এসে
আর কৈশোর যায় যৌবনে ভেসে।
বৃদ্ধতে এসে সবে হয় স্থিতিশীল
অতীত ভবিষ্যৎ চোখে করে ঝিলমিল।


যে দিন পেরিয়ে যায় সেই দিন ভালো
বর্তমানে যুদ্ধ লড়াই দেখি না তো আলো।
হানাহানি মারামারি সব নিয়ে থাকি
অতীতের সুখ দুঃখ তাই বারে বারে ডাকি।


প্রতি মুহূর্তে বেঁচে থাকি কঠিন লড়াই করে
দেখি সর্বত্র চলে তাহা ঘরে ও বাহিরে।
যুদ্ধ জয়ে শান্তি পাই হেরে গেলে দুঃখ
হার-জিতের এই খেলায় বলোতো কে মুখ্য?


চেতনায় যারা থাকে সুখ দুঃখ তাঁরা মাখে
আনন্দে অচেতন ঘুরেফেরে ঝাঁকে ঝাঁকে।
কোথা সুখ? কোথা দুখ? কোথায় মনুষ্যত্ব?
ভালো কাজে নাই মন তাঁরা তবু নয় ব্রাত্য।


এইতো জীবন গাঁথা উঠে আসে নানা কথা
অশ্রু জলে ভাসে কেউ বুকে নিয়ে কত ব্যথা।
জীবন যে কঠিন ঠাঁই সুখ দুঃখে মানা নাই
জীবনে দুই ই মিলে বারে বারে আসে তাই।


১লা ভাদ্র, ১৪৩০,
ইং ১৯/০৮/২০২৩,
শুক্রবার সকাল৮:৪৫। ২১০৩,  ১৯/১৪, ২০/০৮/২৯২৩।