নিজেকে সংযত রাখা
এক কঠিন মর্মকথা;
সঠিক ভাবনা ভাবতে,
লাগে শান্ত মনষ্কতা।


পথের দিশা তারাই পায়,
যাদের এ গুন আছে;
আমরা সব শিখতে পারি,
শুধুই তাঁদের কাছে।


এই জগতে এমন মানুষ,
এখন বড়ই দুর্লভ;
নবজাগরণে ছিল তারা,
ছিল অফুরন্ত বৈভব।


মানুষ মোরা হলাম কোথায়?
দেখে, শুনে, পড়ে;
এই যুগে অমানুষের পাল্লায় পড়ে,
মনটা গেল ছুঁড়ে।


২৯ শে কার্তিক,১৪২৭,
ইং ১৫/১১/২০২০,
রবিবার সকাল ১০ টা। ১১৯৯,  ২৪/১১/২০২০।