ওই একাকিত্ব জীবন কৃত্ত
বইছে তাহা জীবন নিত্য;
যদিও পাশে থাকে অনেক
নিজেকে মনে হয় বংশচ্যুত।
ভালোর সাথে ভালো মিললে
কষ্ট যে হয় কম;
আর মন্দের সাথে মিশলে পরে
বুঝতে পারবে দম।
গভীর ভাবে ভাবি না আমরা
অতীত নিয়ে থাকি;
বর্তমানে বসে ভবিষ্যতের চিন্তা
থেকে যায় তাই বাকী।
২৯শে ফাল্গুন, ১৪৩১,
ইং ১৪/০৩/২০২৫,
শুক্রবার বেলা ১০:৪৩। ২৬৭৪,
২৫/২০, ১৬/০৩/২০২৫।