শৈশব কাঁদে কৈশোরে এসে
কৈশোর হাসে যৌবনে;
যৌবন ছেড়ে বৃদ্ধতে এসে
হারিয়ে যায় মৌবনে ।


স্মৃতিরা সবাই আনন্দ দেয়
একাকীত্বের এই জীবনে;
হারিয়ে পাওয়ার ঐ আনন্দ
স্বর্গীয় সুখ ঐ হৃদ-গহনে।


হারায়ে হাসে স্মৃতিগুলো তাই
পেয়েও কেঁদেছে কত।
ওই সর্ব ত্যাগীর বন্ধন ডোর
স্বর্গীয় কাননের মতো।


কেঁদেও আনন্দ হেসেও আনন্দ
আনন্দ অতীত স্মরিয়া;
ওই জীবনের যত জয় পরাজয়
সার্থক আজ কাঁদিয়া।


৪ঠা শ্রাবণ, ১৪৩০,
ইং ১৮/০৮/২০২৩,
শুক্রবার বিকাল ৫:১২ ২০৯০, ১৮/২৪৬, ১৯/০৮/২০২৩।