যে ভাবে  বেঁচে আছি
তাকে কি বাঁচা বলে?
শিরদাঁড়া শক্ত করতে হবে
এবার বাঁচতে গেলে।


চারিদিকে দেখলে পরে
মনটা হয়তো ঘাবড়ে যাবে;
তবুও চোয়াল শক্ত করে
ঘুরে এবার দাঁড়াতে হবে।


ঠেকেছে পিঠ আজ দেওয়ালে
পালিয়ে আর যাবে কোথায়?
না হলে নিতে হবে চটি মাথায়
এটাই আজ ভাববার সময়।


বাঁচা মরার সংজ্ঞাটা কি?
বাঁচার মানে দীপ্ত প্রাণ;
মরলে পরে পাবেনা ঘ্রাণ
করতে হবে জীবন দান।


আমার জীবন পরকে দিয়ে
কি পাব এই সংসারে?
ওরা যত পাবে তত চাবে
জীবন আমার একটা ওরে!


আমার টুকু বুঝে নিতে
শক্ত হয়ে দাঁড়াতে হবে;
তবেই ওরা চাইবে না আর
ভয় পেয়ে পালিয়ে যাবে।


শক্তের ভক্ত যমকে চেনো?
ঘিসবে না আর তোমার কাছে;
তোমার মন্ত্র শুনতে পেলে
সে যাবে চলে অনেক দূরে।


মিথ্যার সাথে ন্যায়ের লড়াই
এসো সবাই ঘুরে দাঁড়াই;
মিথ্যারা সব পালিয়ে যাবে
আমরা যদি হাত বাড়াই।


২৩শে আষাঢ়,১৪৩০,
ইং ০৯/০৭/২০২৩,
রবিবার সকাল ৭:০১। ২০৬৫, ১১/০৭/২০২৩।