তাকাও সম্মুখ পানে
পশ্চাৎ পানে নয়;
যেতে হবে সম্মুখেই,
কেন পাবে ভয়?


অতীত-বর্তমান-ভবিষ্যৎ;
ক্রম বিবর্তনের ধারা,
সৃষ্টির পরে ধ্বংস,
চেতনায় দেয় নাড়া।


অশনিসংকেত দেখে,
থমকে দাঁড়াই পথে;
নয় তাহা পরাজয়,
জীবনযুদ্ধের মতে।


শত বাধার মাঝে,
জীবনের ধারা চলে;
বাধা-বিপত্তি নিয়ে,
একেই জীবন বলে।


২৬ শে ফাগুন ১৪২৭,
ইং ১১/০৩/২০২১,
বৃহস্পতিবার সকাল ৮:১৩, ১২৫৪, ১২/০৩/২০২১।