পারো না বলে তুমি কি করো না?
               না-করোনার ভয়;
শুধু প্রাণের ভয় জীবনের দায়,
               একান্তেই মন সয়।


ধ্বংসের আবর্তন যুগের পরিবর্তন,
               প্রকৃতির এটাই নিয়ম;
পুরাতন যায় চলে নতুনের আবির্ভাবে,
                এ কালের তত্ত্বাবধান।


ক্রমে দিন যায় রাত আসে,
               সবাই চলে আলোর খোঁজে;
আচার-ব্যবহার মনোবৃত্তির পরিবর্তন,
               নিত্যকৃত্য এই মানুষের রোজে।


এক নতুন যুগের যুগ অবতার,
               করোনা হোক মানুষের কাছে;
সুখে-দুখে দাঁড়াবে জগতের মানুষ,
                 একজন আরেকজনের পাশে।


একতার  বারতা এনেছে করোনা ,
                 দেশ দেশান্তরের সীমানা ভেঙ্গে;
মানুষকে মিলালো হাতে হাত ধরে,
                 রাঙালো সবারে একই রঙে।


মিত্র হয়ে শত্রু বেশি আর কেউ,
               ঘুরিবেনা দেশে দেশে ;
শান্তির হাওয়া নিয়ে সাম্যের বাণী,
                বইবে ধরায় শেষে।


১৫ই চৈত্র,১৪২৬,
ইং ২৯/০৩/২০২০,
রবিবার, সকাল ৭:২৮। ৯৬১, ৩১/০৩/২০২০।