আমরা শুধু কাঁদতে জানি
নিজের স্বার্থ নিয়া;
নিজের স্বার্থই বড় স্বার্থ
অন্যকে কষ্ট দিয়া।


পরের দুঃখে কাঁদতে পারলে
তাঁর দুঃখ নাই;
সকল সুখ, সকল আনন্দ,
তাঁহার কাছেই পাই।


একা একা আসে না সুখ
সুখী সবাই মিলে;
অন্যের দুঃখে মিলতে পারলে
সুখ পাবে  দিলে।


ওই ধনতন্ত্রে ব্যক্তি সুখ
আর সাম্যবাদে সবাই;
একটু ভাবো বন্ধু তোমরা
সেই কথাটা ভাবাই।


যখন তুমি চলে যাবে
সবই পড়ে রবে;
ধনসম্পদ যেথায় ছিল
থাকবে তথায় পড়ে ।


আমার তোমার ভাগাভাগি
কিছুই রবে না;
চেতন চিত্তে আমরা সবাই
একটু ভাবো না?


২৮ শে কার্তিক, ১৪২৯,
ইং ১৫/১১/২০২২,
মঙ্গলবার সন্ধ্যা ৫:২১।  ১৬/১১/২০২২।