ক্ষতি যাহা করার করেছ তুমি
মিথ্যা বলো না আর;
জীবন পথে ওই চলতে চলতে
দেখো পাবেই শাস্তি তার।


ওই সুখের পিছনে ছুটতে গিয়ে
কি সুখ পেয়েছো তুমি?
বুকের জ্বালায় শুধু জ্বলেই মরলে
দেখো ভেবে একটুখানি।


যে ক্ষতি তুমি অন্যের করেছ
করে যদি কেউ তাহা;
বলো তোমার কষ্ট কেমন হবে
বলবে না দুঃখে আহা!


সেই দুঃখের কথা জীবনের কথা
বলি তোমায় তবে আজ;
একদিন সকল কষ্ট আসবে ফিরে
হয়ে তোমার দুখের রাত।


ওই মানুষের ভালো করলে পরেই
জেনো তোমার ভালো হবে;
পরের সুখের কথা ভাবতে পারলেই
হেথায় তুমিও সুখ পাবে।


২৯শে পৌষ, ১৪২৯,
ইং ১৪/০১/২০২৩,
শনিবার রাত ১২:৩২। ১৮৮৮, ১৪/০১/২০২৩।