একুশ সবার মাতৃভাষা দিবস
একুশ রেখেছে মান;
বাংলা মায়ের দামাল ছেলেরা
করেছিল প্রাণ দান।
মধুর ভাষা বাংলা ভাষা
বাংলা মায়ের গান;
তাই বাঙালি বিশ্ব শ্রেষ্ঠ
জগত করেছে সম্মান।
আজ শুভ একুশে ফেব্রুয়ারি
আমরা কি ভুলিতে পারি?
ঐ শহীদবীরদের আমরা সবাই
শ্রদ্ধায় স্মরণ করি।
৮ই ফাল্গুন, ১৪৩১,
ইং ২১/০২/২০২৫,
শুক্রবার সকাল ৯:১৭। ২৬৫৩,
২৪/১৭০, ২২/০২/২০২৫।