বিচিত্র ভাবনায় বিচিত্র শরৎ
      দেখেছি অনন্য রূপে;
ফুলে ফুলে সাজানো প্রকৃতি,
       গন্ধে ভরপুর ধূপে।


মন্দিরে মন্দিরে বাজিছে ঘন্টা,
    মসজিদে আযানের ধ্বনি;
এমন দিনে এসেছিনু ধরায়,
     হয়েছিল জানাজানি।


কন্ঠে উঠেছিল আর্তচিৎকার,
      মিত্রের মুখে হাসি;
পেয়েছি হেথায় আপন ব্যথায়,
           মা ও মাতৃভূমি।


ধন্য আমি পেয়ে এ জীবন,
     ধন্য আমার জন্মভূমি;
বন্ধুবান্ধব চারিপাশে মোর,
     পেয়েছি সবারে আমি।


সবার ভালো, সবার মঙ্গল,
       আসুক হেথায় নেমে;
আনন্দ হিল্লোলে ভরুক ধরা,
      যে কোনো মূল্য দামে।


৭ ই আশ্বিন,  ১৪২৮,
ইং ২৪/০৯/২০২১,
শুক্রবার সকাল ৭:১০। ১৪৪৯, ২৪/০৯/২০২১।