এই যে জীবন, এমন জীবন,
     আর পাবেনা;
হেলায় তুমি তাঁরে এমনি ভাবে,  
      দূর করোনা।  


গানে গানে দেওনা ভরে,
জগৎটাকে আপন করে।


প্রাণের টানে ফুলে ফুলে,
     উঠুক ভরে;
     এমন করে,
হৃদয় কানন উঠবে দুলে।


গুন গুনিয়ে আসুক ভ্রমর,
    সেই কাননে;
রঙে রঙে রাঙ্গিয়ে দিয়ে,
    আপন প্রানে।


তোমার হাসি রইবে পড়ে,
     যখন তুমি থাকবেনা;
তোমার গানে মাতাল হবে,
বসন্তের ঐ দক্ষিন বায়ে,
সেদিন তোমায় কেউ তো-
          আর ভুলবেনা।  


২৯শে চৈত্র, ১৪২৪,
ইং ১৩/০৪/২০১৮,
শুক্রবার, সকাল ৮.৫ মিঃ । 475 dtd 18/05/18.