দেও পুড়িয়ে সব পুরাতনকে,
নতুন আসুক স্বপ্ন নিয়ে;
হোক সৃষ্টি ধরায় আবার,
প্রাণের আবেগে হৃদয় দিয়ে।


সেজেছে প্রকৃতি নবীন রূপে,
সবুজে সবুজে বসন্ত বায়;
প্রেমের রঙে রাঙিয়ে সবাই,
আয়রে আয় হোলির খেলায়।


ওই গৌর এসেছিল নবদ্বীপে,
শচীমাতার কোল আলো করে;
প্রেম বিলায়ে মহামানব হল,
সবাই মিলে হরি, হরি- বল।


গৌর- জাতি ধর্ম নির্বিশেষে
সবাইকে বুকে নিল ভালোবেসে;
জাত ধর্ম বিলীন হলো,
সেই জন্মভূমি নবদ্বীপে অবশেষে।


প্রেমের রঙে রাঙিয়ে দাও,
সকল কালো যাবে মুছে;
এরই নাম সেই মানবতা,
তাই আজ আমরা মানুষের বেশে।


ধরার শান্তি রাখতে গেলে,
প্রেমের বাঁধনে বাঁধতে হবে;
বুকের সকল আবেগ দিয়ে,
এই ভালবাসার জগৎটাকে।


১৪ ই চৈত্র,১৪২৭,
ইং ২৮/০৩/২০২১,
রবিবার সকাল ৮:০৯। ১২৭১, ২৯/০৩/২০২১।