মনি করেই চলুক জীবন,
হাতে হাত ধরে;
দেখুক সবাই এই জগতে,
প্রেম কাহারে বলে।


মুখের কথায় হয় না প্রেম,
এ মনোজগতের ধন;
জগত সংসার ভাগ হয়ে যায়,
তবুও চলে রণ।


আমার চোখে যেটা ভালো,
তোমার চোখে নয়;
প্রেমের জোয়ার এমনি ধারায়,
দিবারাত্রি বয়।


প্রেম বিহারে যায়নি যে জন,
বুঝবেনা সে কিছু;
শত্রু-মিত্র কাহারও কাছে,
মাথা করবেনা সে নিচু।


প্রেম শেখায় আত্মনিবেদন,
সকল জনের কাছে;
এমনি করেই জগৎ মাঝে,
প্রেম যে বেঁচে আছে।


৮ ই ভাদ্র, ১৪২৮,
ইং ২৫/০৮/২০২১,
বুধবার রাত ১২:০৫। ২১০৯, ১৩/২২, ২৭/০৮/২০২৩।