সময় পাইনি আগে,
জীবনের প্রথমভাগে।
ছুটেছি ঊর্ধ্বশ্বাসে,
জীবনের বিশ্বাসে।


চাওয়া-পাওয়ার হাতের থালা,
চেয়ে দেখি শূন্য ডালা।
যাহা পেলাম তাহাই দিলাম,
শেষে এসে জীবনটাই হলো নিলাম,
হাতে আর তো কিছুই রইল না।


শূন্য হাতে পূণ্য প্রভাতে,
                    দেখি অস্তাচলের ছবি;
জীবন সৃষ্টির এ কোন কৃষ্টি,
                    দেখায় প্রাণের রবি।


মর্ম ব্যথা মর্মরিয়া ওঠে হৃদয় মাঝে,
প্রভাত বেলায় বুঝি নাই কিছু,
এসে - বুঝি জীবন সাঁঝে।
Hi
৫ ই ফাগুন, ১৪২৫,
ইং ১৮/০২/২০১৯,
সোমবার, সকাল ৭টা। ৬৭৮ তাং ১৮/০২/২০১৯।