এসেছে ২৫ শে বৈশাখ,
নবরূপে নব ভাবনা নিয়ে;
জাগাতে চায় ধরার মানুষেরে,
সেই রবির চেতনা দিয়ে।


প্রকৃতিকে আত্তীকরণ শিখেছেন,
তিনি রবি, তিনি কবি,
তিনি আত্মজ্ঞ, আমাদের আত্মজ্ঞান,
মানুষের আত্মার ছবি।


জগত কলুষিত আত্ম-অহঙ্কারে,
আত্মন্বেষীর বড় অভাব চারিদিকে আজ,
নির্গুণী দাম্ভিকের ঘেরাটোপে,
দেশে দেশে চলিতেছে রাজ।


এসেছে ২৫ শে বৈশাখ,
জাগো, ওঠো-মোরা ধন্য হব কবির দোয়ায়;
মন্দীভূত চেতনাকে মন্দ্রিত করি মরণ কাঠির ছোঁয়ায়।


২৫ শে বৈশাখ ১৪২৬,
ইং  ০৯/০৫/২০১৯,
বৃহস্পতিবার সকাল ৮টা। ৬৯৫ তাং ১০/০৫/২০১৯, ২৬শে বৈশাখ,১৪২৬।