জন্ম-মৃত্যু সনাতন ধারা,
     চলছে অহর্নিশ;
সত্য ছেড়ে মিথ্যা ধরে,
     গিলছ কেন বিষ?

ভাবছো তুমি হজম করবে,
        তাতো সহজ নয়;
বিষের জ্বালায় নীল হয়ে যায়,
        মৃত্যুর থাকে ভয়।

পড়লে ধরা হবে জড়া,
        কৈফিয়ৎ টা দিতে;
নেওয়ার সময় আনন্দ ছিল,
        কষ্ট এবার দিতে।

ভাই ভাইপো কোটিপতি,
         কোথায় পেল টাকা;
ধনী থেকে গরীব হওয়ার,
          ঘূরল বুঝি চাকা।

যাহা ছিলে তাহাই হবে,
        এত মিথ্যা নয়;
ক্ষণিক তরে সত্য ছেড়ে,
        করছো জীবন ক্ষয়।

১২ই জৈষ্ঠ, ১৪২৬,
ইং ২৭/০৫/২০১৯,
সোমবার, বেলা ১১টা। ৭১০ ০৮/০৬/২০১৯।