স্বপ্নের মাঝে নানান রূপে
অনেক ছবি দেখতে পেলাম;
ভাবতে আমার কষ্ট হয়
কোথায় আমি চলে এলাম।


আমার প্রিয় বন্ধু যারা,
রইলো পড়ে ওই হোথায়;
কিসের লোভে চলে এলাম,
সব ফেলে এই হেথায়?


প্রশ্ন করি নিজের কাছে,
এসে হেথায় কি পেলে;
ঘৃণা বিদ্বেষ এসব ছাড়া,
এরা তোমায় কি দিলে?


যখন ভাবি অতীত কথা,
শুধুই আনন্দেতে ভরে মন;
ফেলে আসা ওই জন্মভিটা,
দেখি স্মৃতির পাতায় আপনজন।


চোখের সামনে ভেসে ওঠে,
শ্রদ্ধেয় সব ব্যক্তি জন,
যাদের আশীষ মাথায় নিয়ে
ভরে যেত আমার মন।


বন্ধুবান্ধব ছোট-বড়
যারা ছিল কাছের লোক;
কেউ আছে কেউ চলে গেছে,
আজ তাদের জন্য করছি শোক।


কত ঋণে, ঋণী আমি,
নাই যে তাহার শেষ;
সারা জীবন থেকেই যাবে,
সেই সকল দুঃখের রেশ।


১৩ ই আষাঢ়,১৪৩৭,
ইং  ২৮/০৬/২০২০,
রবিবার বেলা  ১২:৪৫। ১০৫২, ২৯/০৬/২০২০।