ফুলের আসন কন্টকিত
দেখো চেয়ে আজ;
কুশাসনে ভরে গেছে
এই জঙ্গলের রাজ।


আমরা দেখি মানুষের
নোংরা চালচলন;
স্তম্ভিত সবাই আজ
শুনে ওদের বলন।


শাসনের নামে কুশাসনের
দেখায় একোন পথ;
ব্যক্তিপূজায় ধন্য তারা
এটাই ওদের মত।


দানবীয় চিন্তা ভাবনা
বোমা বন্দুক নিয়ে;
রক্ত ক্ষয় আর ভয়
শ্রমের মূল্য দিয়ে।


এটাও যে মনন শিল্প
চলে শাসকের অন্তরে;
নিষ্ক্রিয় আইনের শাসক
সমাজে ,মাঠে ও প্রান্তরে


পুজো পার্বণে হাস তামশা
ঐ অনুদানের পেশায়;
যৌবনকে রাখছে বেঁধে
বিষ মদের নেশায়।


১১ ই ভাদ্র, ১৪৩০,
ইং ২৯/০৮/২০২৩,
মঙ্গলবার সকাল  ৮:১৪। ২১১৮, ১৯/৩৮, ০৪/০৯/২০২৩।