ফুলের মত শিশুর হাসি
ঐ পাপড়ি যেন চুলগুলো;
এই বর্তমানের জগত দেখে
মন হয়ে যায় এলোমেলো।

কদিন ওরা পারবে বাঁচতে
এই হাসি হাসি মুখ নিয়ে;
সংশয়ে আজ আছি মোরা
কঠিন ভাবনা ছড়িয়ে দিয়ে।

আমাদের কোন চিন্তা নাই
খাই দাই ঘুরে বেড়াই;
কঠিন কোনো সমস্যা এলে
স্রোতের টানে গা ভাসাই।

হারিয়েছি আজ আমরা সবাই
উজান ঠেলে চলার শক্তি নাই;
সকল মিথ্যা দ্বন্দ্ব বুকে নিয়ে
ভালোর সাথে করছি লড়াই।

কেমন করে ছড়াবে সৌরভ
এমন সুন্দর ফুলগুলো?
অত্যাচারের  ব্যথায় ব্যথায়
ঝরেবে ফুলের কলি গুলো।

যে দেশে ধর্মের নামে রাষ্ট্র চলে
কেবল ব্যক্তিস্বার্থ বড় হয়
শুধুই মানুষের বুকের রক্ত ঝরে
মানবতার পথ কে দেখায়?

২২ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ৬/০৬/২০২২,
সোমবার সকাল ৯:১৭। ১৭১১, ১৫/০৬/২০২২।