রক্ত চুষে খেয়ে খেয়ে
           তবেই তো রাজা;
প্রজার মত চলা রাজার,
           এতই কি সোজা?

স্বরাজের রাজা পায়না সাজা,
            গনতন্ত্রের নামে;
লজ্জা-ঘৃনার মাথা খেয়ে,
         কেনে আসন দামে।

পয়সা দিয়ে কেনে আসন
        কেমনে ছাড়ে বলো?
তাঁর মুনাফাটা কেমনে আসে,
         সেইটা দেখি চলো।

একবার যদি এম পি কিংবা
           এম এল এ হই;
চৌদ্দপুরুষ খাবো বসে,
          মিষ্টি মাখন দই।

ভাই, ভাইপো, আত্মিয়স্বজন,
         তারাও হবে রাজা;
গায়ের জোরে সব দখল নেবে,
       কি করবে আর প্রজা?

কত প্রতিশ্রুতি ভূরি ভূরি,
        সে  দিলো জনগনে;
সব কিছু যে বস্তা বন্দি,
       থাকলো নিজের মনে।

এমনি করেই পার পেয়ে যায়,
           গনতন্ত্রের নামে;
পুলিশ আইন সব কিছুই যে,
        কেনে অধিক দামে।

নিজেরা খায়, তারাও পায়,
        কি করবে জনগনে?
অর্থ দিয়ে কিনবে ধরা,
       তাই ভাবে মনে মনে।

মানুষের দুঃখ যেমন ছিল,
       তেমনটি-ই যে রইবে;
ভোটের সময় মৃত্যু দিয়ে,
      ক্রমে বাড়া কষ্ট সইবে।
      
১৮ই শ্রাবণ, ১৪২৫,
ইং ০৪/০৮/২০১৮,
শনিবার, রাত ৯টা। ৫৪৭ তাং ০৫/০৮/২০১৮।