বড় আপন একজনকে বিদায়
দিয়ে ফিরলাম আজ বাড়ি;
জানি এই ঘোর আঁধার কেটে
উঠবে আবার সেই রবি।


হায়রে খেলা! হায়রে ভেলা!
কখন যে কে ভাসায়;
ওই মোহ মায়া সকল ছেড়ে
বল তো কিসের আশায়?


আর ক্ষণিক তরে কষ্ট হয়
ঝরে অশ্রু চোখে;
অন্তরের জ্বালা বুকে নিয়ে
ভাষা থাকে না মুখে।


এমন দিন সবার আসবে
আমরা বুঝেও বুঝিনা;
তবু হিংসা দ্বেষে ডুবে থাকি
ঘর বাহির ভালোবাসি না।


বিদায় দেওয়ার মনটা নিয়ে
যদি থাকতে পারো;
পরম প্রীতির হাতটা ধরে
পাবে আনন্দ আরও।


আমি তুমি আমরা তোমরা
একদিন সবাই যাব চলে;
যারে বিদায় দিলাম আমরা
গেল সেই কথাটা বলে।


১৪ই অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০১/১২/২০২৩,
শুক্রবার সকাল ৯:৪৪। ২২০৪,১৯/২৫৭, ০২/১২/২০২৩।


আমাদের প্রিয় সবার বড় বৌদি গেল চলে
১৭ ই নভেম্বর রাত ১১ঃ৫৫ তে;
পাবোনা ফিরে আর যে তাঁরে
আমাদের অস্তিত্বের দ্বারে।
বাস্তব চোখে যায় না দেখা;
অন্তর চোখে স্মৃতির পাতায় আছে লেখা।
হারায়ে খুঁজি তাইতো তাঁরে;
আমরা সবাই বারে বারে।
উজ্জল ক্রমে অনুজ্জ্বল হবে;
নতুন হারানোর ব্যথা স্থান লবে।
কালের গতি বলে তাই;
আমরা কেন ভুলতে চাই?
না চাইলেও ভুলিয়ে দেবে;
পাহাড় প্রমাণ স্মৃতির পাতায় জমিয়ে তবে।