ব্যক্তি পূজার ছলে হেথায়,
          যারা সমাজ সেবা করে;
ব্যক্তি স্বার্থে, গোষ্টির স্বার্থে,
         আর নিজের ভাবনা ধরে।


ফুলের লোভে অলি আসে,
       অলির লোভে ফুল নাহি যায়;
অর্থের লোভে দুর্বৃত্ত আসে,
      এই সমাজের মঙ্গলের জন্য নয়।


গদির লোভে রক্ত ঝরে,
মায়ের কোল শূন্য করে,
         তবু আমার সেই গদি চাই;
কি প্রয়োজন আত্মনিবেদন?
শিক্ষা, দীক্ষা, আত্মস্বচেতন?
       সবই তো গায়ের জোরে পাই।


মানব সেবা ধর্ম কিবা,
ব্যক্তি পূজা সন্ধ্যা-দিবা,
        চলছে এই দেশে সদা-সর্বক্ষণ;  
রক্ত চুষে খেয়ে খেয়ে,
চলছে তাঁদের জীবন বয়ে,
      দেখছে মানুষ এই তো বিলক্ষণ।


ক্ষমতার লোভ এমন মধু,
ছাড়তে গেলে বাঁধে শুধু,
          তাই থাকতে হবে ছলেবলে;
দেশ-জাতি বড় নয়
জনগণকে তাই তো ভয়,
          ফলে গদি বাঁচাও অর্থবলে।  


মিথ্যা যদি সত্য হয়,
থাকবে না গদির ভয়,
             তাই যেমন খুশি চলো;
গঙ্গা-জলে গঙ্গা পূজা,
তাই তো তারা শতভূজা,
             বাহুতুলে হরি হরি বলো।


১৬ই বৈশাখ, ১৪২৫,
ইং ৩০শে এপ্রিল ২০১৮,
সোমবার সকাল ১০.৩০মিঃ ৫৩৫ তাং ২৩/০৭/১৮।