পৃথিবীটা আজ ধ্বংসের মুখে
ক্ষমতা আর অর্থের লোভ।
কেউবা মনুষ্যত্ব দিয়ে জলে
পড়ছে এসে ধর্মের কলে।


জাত, ধর্ম, বর্ণ, ভাগ করে সমাজ
চালাতে চায় তাঁদের রাজ।
আগুন নিয়ে খেলছে ওরা
পাগল ওদের রথের ঘোড়া।


কোথায় পড়বে হুড় মুড়িয়ে
রথের চাকা দেবে সব ঘুরিয়ে।
আমেরিকা আর ইউরোপের জোট
ওই বিশ্বজুড়ে পাকাচ্ছে ঘোট।


দেখো রাশিয়াকে টুকরো করে
জ্বালালো আগুন নিজের ঘরে।
সেই আগুনেই মরছে পুড়ে
লোভ লালসায় জগৎজুড়ে।


ঘর ছাড়া সব দেশের মানুষ
ক্ষমতা লোভীদের নাই যে হুশ।
ওই ব্যক্তি স্বার্থ নয় পরমার্থ
মিথ্যার হবেই হবে সকল ব্যর্থ।


গোলমাল ভাই সবই গোলমাল
বিশ্বে ছড়িয়ে দাও মানবতার জাল।
তবেই মুক্তি পাবে এই জনগণ
আর শুনবো আমরা সাম্যের গান।


১০ই ভাদ্র, ১৪৩০,
ইং ২৮/০৮/২০২৩,
সোমবার রাত ৭:০১। ২১১২, ১৯/৩৩, ২৯/০৮/২০২৩।