জীবন থাকবে সমস্যা ও থাকবে
থাকবে সুখের সন্ধান তারি মাঝে;
আর সমস্যাকে সমস্যা না ভেবে
সাজাও জীবন সেই যুদ্ধের সাজে।


প্রয়োজনে নিত্য আমরা খাবার খাই
এটাই যে আমাদের কঠিন লড়াই;
পাচনতন্ত্র যুদ্ধ করে আপন ভেবে
দেয় না ছেড়ে সেটাই বড়াই  ।


চাই না যেতে হেরে আমরা
খেলি জীবন মৃত্যুর কত খেলা;
মানি হার আমরা শেষের দিনে
ওই ফুরিয়ে গেলে জীবন বেলা।


চাইনা হেরে যেতে শেষের আগে
এই জন্ম মৃত্যুর খেলা ঘরে ;
পারেনা মৃত্যু কেউ এড়িয়ে যেতে
দুঃখ আছে সকল সুখের পরে।


লড়াই করতে চাই বুক চিতিয়ে
আমরা আগেই হার মানবো কেন?
জন্ম থেকে এ লড়াই মৃত্যু অবধি
পথিক পথের সাথে এটাও যেন।


২৮শে  অগ্রহায়ণ,১৪২৯,
ইং ১৫-১২-২০২২,
বৃহস্পতিবার রাত ১১:০৬। ১৮৫৮, ১৬-১২-২০২২।