আমরা পাওয়ার আনন্দে মেতে থাকি
হারানোর ব্যথা নিয়ে;
প্রকৃতি বুঝিয়ে দেয় একটু শীতল বাতাস দিয়ে।
কেউ বোঝে, কেউ বোঝে না;
কোথায় কেমনে পাওয়া যায় সেই আলোক উজ্জ্বল চেতনা?
ঝরে রক্ত, ঝড় অশ্রু, কাঁদে মানুষ,
অন্তরের বহিঃপ্রকাশ শুধুই বেদনা;
আমরা সান্তনা দেই, বলি- কেঁদোনা- কেঁদোনা!
হাসিতে শুরু, কান্নায় শেষ?
না- কান্নায় শুরু হাসিতে শেষ?
না- কান্নায় কান্নায় রেখে যাই রেশ?
এই ভাবেই কি আছি মোরা বেশ?
নীল আকাশ স্বচ্ছ বাতাস,
ক্রমে ক্রমে ধূসর হলো;
মনের আয়নায় না-পাওয়ার বায়নায়,
সব হারিয়ে গেল?


২৮ শে চৈত্র,১৪২৭,
ইং ১১/০৪/২০২১,
রবিবার বেলা ১২ টা। ১২৮৭, ১৪/০৪/২০২১।