সেই চিঠির কথা?
কলমের হৃদয় নিংড়ে সেই যে লেখা,
চোখ মুদে অন্তর দিয়ে আপন করে তাঁরে দেখা ,
ভালবাসার প্রথম পাঠ এমন করেই হলো শেখা।


সব হারিয়ে গেল, ধীরে ধীরে কেমন করে?
আধুনিকতার ছোঁয়া পেয়ে, এই যন্ত্রদানবের ভীড়ে।
ভাবতে কষ্ট হয় সব সত্য হারিয়ে যাবে, যাবে সকল কথা,  
যেমন হারিয়ে গেছে হাতে খড়ির তালপাতা।
খাগের কলম, কঞ্চির কলম আর কাঠ কয়লার কালি,
সব কোথায় হারিয়ে গেল, দেখনা মনের দুয়ার খুলি।


আধুনিকতার পরশ পেয়ে, অতীতকে যায় সবাই ভুলে,
এ যে গতির যুগের ফল;
সময় এলে যাবে থেমে,
বলবে এবার অজানা ওই নতুন পথে একা একা চল।


এই তো জীবন, এই তো স্মৃতি , এই যে পথের দিশা,
ক্রমে ক্রমে কাটবে মোহ, কাটবে তমস চিত্তের নিশা।

২১শে শ্রাবণ, ১৪২৫,
ইং ০৭/০৮/২০১৮,
মঙ্গলবার, রাত ১০টা। ৫৬১ তাং ২২/০৮/২০১৮।