স্বামীজিকে আজ সম্বল করে
ওই বিবেকহীনেরা চলে;
ব্যক্তি স্বার্থে ক্ষমতার লোভে
ওরা নানান কথা বলে।


দস্যুরা আজ সাধু সেজে আছে
কপালে সিন্দুর পড়ে;
কত গরিবের ধন লুটকরে তারা
রেখেছে পুঁতে ঘরে।


দেশের মানুষের এতো ক্ষতি করে
দেশের মঙ্গল চায়;
এমন ভাওতা  ওরা কত দেবে আর
বসে ওই ক্ষমতায়?


ব্যক্তি সুখেই কোটি কোটি টাকা
খরচ করছে ওরা
দুমুঠো খাবারের জন্য হাহাকার করে
দেশের গরিব মানুষেরা।


তাঁরা যদি বলে বিবেকের কথা
কেমনে মানি বলো?
আছে তাঁদের সেই মনুষ্যত্ববোধ?
এবার প্রশ্ন করি চলো।


যুব সমাজের কাছে তাই অনুরোধ
ভুলোনা ভাওতায় পড়ে;
আমরা মানুষ আর বিবেক আমাদের
দেখাবো দেশকে গড়ে।


২৮শে পৌষ,১৪২৯,
ইং  ১৩/০১/২০২৩,
শুক্রবার বেলা  ১২:৪১। ১৮৮৭, ১৪/০১/২০২৩।