বয়ে গেল কত নদী কত জল সাগরের পানে,
সবাই ফিরলো না আর জোয়ার ভাটার বাণে।
শূন্য পড়ে রইল চারিধার ধূসর ওই মরুভূমি,
স্বর্গসম জন্মভূমি আর খুঁজে পাবোনা তো তুমি আর আমি।


কাটায়েছি সুন্দর দিন-রাত প্রাণ প্রিয় বন্ধুদের সাথে,
ধর্ম-বর্ণহীন অপূর্ব এক সুন্দর ফুলের মালা গেঁথে।
ছিন্নভিন্ন মালার ফুল ছড়ায়ে ছিটিয়ে আজ চারিদিকে,
সুগন্ধ সৌরভ আর কিছু নাই সব হয়ে গেছে ফিকে।


কেউ নিশ্চিহ্ন, কেউ শুকায়ে হাঁড়ি কাঠ, বাকি যারা মোরা,
বেঁচে ও আজ মোরা বেঁচে নাই নিরলিপ্ত মুদি আঁখি জোড়া।


লোলুপ দৃষ্টি মেলে তাকায়ে রয়েছে শকুনের দল,
কখন জীবন শূন্য হবে অস্তাচলে যাবি তোরা বল।
ছিন্নভিন্ন করে খাবে কোন অস্তিত্বই থাকবে না আর,
বিবেক দংশন জ্বালা, ভালো মন্দের থাকিবেনা ভার।


শূন্য হবে পূর্ণ জায়গা চারিদিকে ধু ধু সাম্রাজ্য তাঁর,
পূর্ণ হবে মূলধনে ভোগের কেউ থাকবে না আর।
হায়রে সাম্রাজ্য! হায়রে সম্রাট! যেতে হবে একদিন তোরে,
কেউ কোথা থাকেনি চিরদিন আঁধার নামিবে তোর কোন এক ভোরে।


২৮ শে অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং ১৫/১২/২০১৯,
রবিবার, বেলা ১১:৩০।৮৬৫, ১৬/১২/২০১৯।