জীবনের জল্পনা কল্পনা,
মধুমাখা আনন্দের দিন,
      অনাগত কালে হয়ে যাবে লীন;
ভাবিতে অবাক লাগে,
কহিতে হৃদয় জাগে,
   অনুভবি একা বসে শেষের সেই দিন।


কেন আসা? কেন যাওয়া?
কেন এই আনন্দ দেওয়া?
           নির্মম সংসার জীবনের আশে;
সব ফেলে চলে যাবে,
কেউ কোথা নাহি রবে
               অকূল সাগরে ভেসে ভেসে ।


তবুও জড়ায়ে থাকি,
হৃদয়ে হৃদয় রাখি,
     ছাড়িতে চাহিনা মোরা বাহুর বন্ধন;
এ কোন অনুভুতি,
জাগায়ে হৃদয়দ্যুতি,
      অশ্রু ঝরে ঝরঝর জাগায়ে ক্রন্দন।


হে অনাদি অনন্তকাল,
করিওনা আর ছল,
                 জীবের এই দুর্বলতা লয়ে;
মুক্তির আনন্দ দাও,
তুমি ও সুখে রও,
    আসিও না আর তুমি পিছু পিছু ধেয়ে।


ইং ১৪/০৮/১৯৯৪  
রবিবার, আসাম।   ৫২০ তাং ০৪/০৭/১৮।