তোমার জন্মদিনে-
তোমায় স্মরি, হে বিশ্বকবি!
তুমি নওতো শুধুই মোদের রবি।


উদ্ভাসিত জগৎ আজ তোমার প্রভায়,
তাই তো মোদের স্মরণ শুরু, কবিগুরু,
তোমার জন্মদিনের প্রভাত বেলায়।


তোমার প্রভার নৃত্য তালে, জগৎ ভাসে,
সঙ্গিতেরই মুর্চ্ছানাতে পরাণ নাচে;
তোমার স্মৃতি- বৈশাখেতে,
বসন্তের রূপে আসে মোদের কাছে।


হে বিশ্বকবি, মোদের রবি, বঙ্গবাসী,  
আজ আমরা সবাই, তোমায় স্মরি;
তোমার গানের মালা গেঁথে-
আমরা আজ তোমায় বরি।


বঙ্গভূমি তোমার স্মৃতি-ভুলতে নারে,
তোমার কথায়, তোমার গানে,
         নিত্যদিনের জীবন ধারে;
তোমার জন্মদিনের স্মৃতির ভারে,
       তাই তো ফিরি বারে বারে।


এমন দিনে কেমন করে দূরে রবো,
পুস্পমালায় বরন করে তোমায় লবো।


তোমার নিত্যদিনের সৃষ্টি ধারায়,
             ধন্য মোরা, ধন্য তুমি;
তোমার জন্মভূমি, চারন ভূমি,
              আমাদের এই বঙ্গভূমি।


২৫শে বৈশাখ, ১৪২৪,
ইং ০৯/০৫/২০১৭,
মঙ্গলবার, ভোর ৪টা।