ওই সেই শৈশব কৈশোর আমার,
আনন্দে কত করেছি বিহার;
আমার আমিকে চিনিতে পারিনি,
তাই আজ কষ্ট তাহার।


চিনিতে জানিতে দেরি হয়ে গেল,
পাইনি আজও চেতনার আলো;
পার্থিব সুখে, কঠিন মনের দুঃখে,
মনের গভীরে রয়ে গেল কালো।


ভালোকে ভালো বলিতে পারি না,
খারাপকে ও খারাপ তাই;
প্রাণ খুলে এখনো বলিতে পারি না,
ওই ভাইকে নিজের ভাই।


কোন মোহমায়ায় জড়ায়ে রয়েছি,
এক গভীর আঁধারে ঢাকা;
জীবনের প্রান্তে দাঁড়িয়ে ভাবি
আর ঘুরিবেনা জীবনের চাকা?


তরুণ অরুণ শুভেচ্ছা জানায়,
হেসেও হাসিতে পারিনা
রাত্রির পরে আসে ওই ভোর,
হেরেও যেন হারিনা।


১১ ই আষাঢ়,১৪২৮,
ইং ২৭/০৬/২০২১,
রবিবার সকাল ১০:০৯। ১৩৬১, ২৭/০৬/২০২১।