হীরা বলো কোথা পাই?
হীরার যে তুলনা নাই;
দেখি হীরা কাটে কাঁচ
মানবতায় লাগেনা আঁচ।


হীরা স্বচ্ছ কাঁচের মতো
নয় ভঙ্গুর শক্ত যত।
অনেকের মধ্যে একটা মেলে
তাইতো তাঁরে হীরা বলে।


হীরার টুকরো ছেলে থাকলে
মা-বাবাকে ধন্য বলে।
এমন হীরা কয়জন পায়
থাকেনা আর লজ্জা ভয়।


একটা আধটা থাকলে পরে
দেশটা তাঁরা আলোয় ভরে।
হীরার মূল্য বলবো কি ভাই
তাইতো হীরা খুঁজে বেড়াই।


কোথায় পাবো এমন হীরা?
যার আলোতে রইবো ঘেরা।
সব সমস্যা মিটে যাবে
হীরার আলো পড়বে যবে।


ধন্য হবে সকল দেশ
হীরার প্রভার থাকলে রেশ।
ঋত গৌরব আসবে ফিরে
একমাত্র সেই হীরার জোরে।


জন্মাক হীরা মোদের দেশে
সুনাম ছড়াক দেশ-বিদেশে।
হীরার আলোয় ভরিয়ে দিয়ে
বাঁচবো আমরা গৌরব নিয়ে।


দেখবে সবাই ভারত বর্ষ
হীরার আলোয় কত হর্ষ।
ধন্য হব আমরা সবাই
হীরার কথা তাইতো ভাবাই।


১১ই পৌষ, ১৪২৯,
ইং ২৭/১২/২০২২,
মঙ্গলবার সন্ধ্যা ৫:১২। ১৮৭০, ২৮/১২/৩০২২।