কিছু মানুষের স্বার্থের সংঘাতে
হলাম বন্ধু হারা;
যেথায় আছো বন্ধু তুমি,
দাওনা একটু সাড়া।


যতই কীর্তন করি না কেন,
সব হারায়ে যাবে;
এই ধর্ম, বর্ণ, ধন-সম্পদ,
কিছুই নাহি রবে।


হবে কি আর দেখা বন্ধু,
এই জীবন কালে?
মৃত্যুর পরে কোথায় র'ব,
ভাসি নয়ন জলে।


বন্ধুত্বের হাত শুধুই তাই
ধরতে ইচ্ছে হয়;
হিংসা দেশের ওই বাঁধা
করতে হবে জয়।


ধরায় যখন এলাম মোরা
মায়ের হাত ধরে;
ছিল না তো কোন তফাৎ,
ধর্ম ধর্ম করে।


হিন্দু মায়ের সন্তান হয়ে
খেতাম মুসলিম মায়ের দুধ;
কেমনে শুধবো সেই ঋণ ভাই,
বেড়েই চলছে ঐ ঋণের সুদ।


মায়ের ঋণ কি শোধ করা যায়
পয়সা করি দিয়ে;
মা যে মিশে আছে রক্তের সাথে,
শোধব প্রাণ দিয়ে।


১৯ শেষ আষাঢ়, ১৪২৭,
ইং ০৪/০৭/২০২০,
শনিবার, সন্ধ্যা ৬টা। ১০৫৮, ০৫/০৭/২০২০।