জগতে মরছে মানুষ
সন্তান মোর মার;
নয় রে শুধু মুসলমান
আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান।


জন্ম মোদের ধর্ম ছাড়া
জন্মের পরে ধর্মের টানাটানি;
ঐ মানবধর্মে বাঁচতে চাই
ছেড়ে ধর্মের সব গ্লানি।


সত্যের পথ বড়ই কঠিন
ওই জন্ম মৃত্যু নিয়ে;
পরকে আপন করতে পারলে
আসবে জয় ভালোবাসা দিয়ে।


সত্য হবে কবিদের দর্শন
ও যে আদর্শের সেই পথ;
বাইবেল কোরআন গীতা দিয়ে
থামিও না মানুষের সেই রাথ।


ধরায় যারা ভিন্ন ভিন্ন
মরনে একসাথেতে যাবে;
আবার হোথায় মিলেমিশে
সবাই একসাথেতে রবে।


হউক পুনঃজাগরন  এই মানুষের
মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি নিয়ে;
রাখবো মোরা মাতিয়ে জগত
শুধুই প্রেম ভালোবাসা দিয়ে।


১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ০৩/০৬/২০২৩,
শনিবার বেলা ১০:৫২। ২০২৮, ০৪/০৬/২০২৩।