দেওনা আমায় এমন কিছু
ওগো হৃদয় মাঝের কল্পতরু;
যেন মাথা কোথাও না হয় নীচু,
দেওনা আমায় এমন কিছু।

চলতে চাই আলোর পিছু
হও না তুমি শিক্ষাগুরু;
দেওনা আমায় এমন কিছু,
ওগো হৃদয় মাঝের কল্পতরু।

২৪শে পৌষ, ১৪২৮,
ইং ০৯/০১/২০২২,
রবিবার সকাল ৬:৫৬। ১৫৫৯, ১৩/০১/২০২২।