ব্যাঘ্র যেমন শক্তি দেখায়,
         মানুষ ও যে তাই;
ক্ষমতার আসনে বসলে পরে,
         তাঁর পরিচয় পাই।


ইন্দ্রিয় সুখ ছোট হয়,
          অতিন্দ্রিয়ের কাছে;
অদৃশ্য প্রেম বেঁচে থাকে,
           মানুষেরই মাঝে।


তবে কেন এতো চাওয়া,
         বুকের মাঝে থাকে;
হৃদস্পন্দন বন্ধ হোলে,
        হারিয়ে যাবো বাঁকে।


থাকবে না আর চাওয়া পাওয়া,
এই জীবন স্রোতে গান গাওয়া,
        ধরার মাটির পরে;
তবে আয়রে সবাই প্রেম বিলাই,
       প্রাণের ভিক্ষা মেগে।


১৭ই মাঘ, ১৪২৪,
ইং ৩১/০১/২০১৮,
বুধবার, ভোর ৬,৩০টা।