জেনেছি শুনেছি সব বলিতে পারিনা
ভয়ে - ঐ নির্মম ভয়ে;
জানিতে পারিলে যে গর্দান যাবে।

লেলিয়ে দেবে ওই পায়ে শৃংখল বাধা মস্তান
কেউ এসে বাধা দেবে না তারে,
বুঝি, জানি, শুধুই জীবনের ভয়ে।

কভু অন্যায় হবে না ন্যায় যতই প্রচার করুক
চিরদিন খারাপ খারাপই রবে,
জন্ম-মৃত্যু আর রাজা ভৃত্যের  ঘরে।

যারা পোষে  মস্তান শুধুই স্বার্থের লাগি
শিক্ষা দীক্ষায় নমো নমো করি
গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় তৈরি কর মস্তান বাহিনী।

কাক যদি কা কা করে অবিরাম
কয়েকখানে বাসি রুটি ছিঁড়ে টুকরো করে ছড়িয়ে দাও;
ক্ষুধার্ত কাকেদের থেমে যাবে কা কা রব ।

আহা! কি নির্দয় রসিকতা, মেনে নেয় বশ্যতা
শোষণের শাসন পেয়ে যায় স্বীকৃতি;
মন দিয়ে, অর্থ নিয়ে, প্রচার মাধ্যম পড়ে যায় বিবৃতি।

এমনি করেই শাসন শোষকের চলে,
গালভরা কত কথা ইলেকশন মেনিফেস্টোতে বলে;
ওই সাজানো-গোছানো মঞ্চে কিংবা সাংস্কৃতিক হলে।

আমরা জনগন জনাদেশ দেই
শুনে প্রতিশ্রুতি আর নেতাদের স্তুতি দিশা হারাই;
নিজের রক্ত ঝরে অন্যের রক্ত ঝরাই আর খুন হয় ভাই।

মা কাঁদে, বোন কাঁদে, কাঁদে প্রিয় বাবা
এইতো জনগণের সুন্দর জনাদেশ;
জন্ম থেকে মৃত্যু অবধি থেকে যায় রেশ।

১৬ ই পৌষ ১৪২৮,
ইং ০১-০১-২০২২,
শনিবার বিকেল ৬:১১। ১৫৪৯, ০২-০১-২০২২।