হয়ে ক্ষমতাতে ওই মদমত্ত
করছে শুধুই ভুল?
যাদের জন্য ক্ষমতায় এলো
তাঁরাই চক্ষুশূল।


ন্যায়ের জন্য প্রতিবাদ হলে
শত্রু হয়ে যায়;
জনগণের সেই দুখের বোঝা
বলো কে বয়?


আবার নির্বাচন এলে পরে
মুখোশ পরে ওরা;
তখন কল্পতুরু হয়ে ছোটায়
অশ্বমেদের ঘোড়া।


নতুন মিথ্যাচারে ভরে দেয়
ওই জনগণের মন;
অপরাধ জগতের কেষ্টবৃষ্টি
হয় ওদের মূলধন।


সোজা কথায় না হলে পরে
বোমা বন্দুক আছে;
মায়ের কোল শূন্য করে
দম্ভের নাচ নাচে।


ভুলের মাশুল দিতেই হবে
আজ কিংবা কাল;
প্রকৃতিতে ছড়িয়ে আছে
শয়তান ধরার জাল।


৫ই আষাঢ়,১৪৩০,
ইং  ২১/০৬/২০২৩,
বুধবার সকাল ১১:১৫। ২০৪৮, ২৪/০৬/২০২৩।