জন্মের পরে মায়ের কোলে,
       কৈশোরে ভাবনা শুরু;
যৌবন যে ক্রিয়ার কাল,
        বুক করে দুরু দুরু।


জীবনের শেষে বৃদ্ধ বয়সে,
      ভাবনার জাল বোনা;
ভুলত্রুটি সব করে কলরব,
      চুপিচুপি তাই শোনা।


এই তো জীবন, এই তো ভাবনা,
রেখে যেতে চাই জীবন যন্ত্রনা,
       দিনের আলোর মাঝে;
যন্ত্রনা দেখে যেন ভয় না পায়,
নবযুগ যেন পথ না হারায়,
      মানুষের মঙ্গল কাজে।


জ্ঞানের আলোতে বেড়ে উঠুক তাঁরা,
       তাই তো পরান চায়;
জীবনে পাওয়া আর জীবনেই দেওয়া,
       থাকে না কোন ভয়।


২০শে চৈত্র, ১৪২৪,
ইং ০৪/০৪/২০১৮,
মঙ্গলবার, ভোর ৮টা। ৫২৩ তাং ০৯/০৭/১৮