জনগণকে পাথেয় করে ওই মিথ্যারা
কত কথা বলে;
উল্টে দেবে বুঝি জগতের সব সত্যরে।


জনমনের প্রতিধ্বনি শুনতে যে পাই
কবির কণ্ঠ লেখনী তাই;
আর এ কথাই করতে চাই  যাচাই।


ওই মিথ্যাদের একদিন হবে পরাজয়
দুঃখের ঘন আঁধার কেটে
মানব সত্তার হবেই হবে জয় নিশ্চয়।


অন্ধকারের জীব আঁধারকে আলো বলে
সেই চেতনা নাই বলে
চাই ক্ষমতার অধিকার শুধুই ছলে বলে।


পাপী-তাপি ভিড় করে চারিধারে
সত্যকে আড়াল করে;
বাঁচে না তারা মরবেই ধীরে ধীরে।


সত্যের উচ্চারণ শুনি কবি কন্ঠে
অপেক্ষায় রবো মোরা
নিয়ে ঢাকঢোল ওই চেতনার মন্ত্রে।


২৩শে ফাল্গুন ১৪৩০,
ইং  ০৭/০৩/২০২৪,
বৃহস্পতিবার বেলা ১:৩৪  ২৩০৩, ২০/১৩৮, ১০/০৩/২০২৪।