জীবনের ধুপ গন্ধ ছড়ায়,
      জীবন মাতায় জগৎজুড়ে;
জন্ম থেকে যৌবন হয়ে,
      জড়তেই আসে ঘুরে ফিরে।


আহারে জীবন কনক সাজন,
        কত যে রূপের বাহার!
মৃত্যুর পরে মাটিতে মেশে,
        ঐ অপরূপ রূপ তাহার।


যেওনা ভুলে দম্ভের ভরে,
       এই তো জীবনের পরিণতি;
জন্মের পরে মৃত্যু রবে,
         সেই তো মোদের গতি।


যতদিন আছ ভালবাস,
       তুমি ভেবোনা আপন-পর;
মৃত্যুর পরে ফিরতে হবে,
       ঐ ফেলে আসা সেই ঘর।


৩রা আশ্বিন, ১৪২৪,
ইং ১৯/০৯/২০১৭,
মঙ্গলবার, বিকেল