বৃষ্টি ধারায় যমুনা হারায়
দিল্লী ভাসে জলে;
রাজনীতির এ কেমন দশা
নির্বুদ্ধিতার ফলে।


ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি
জনগণ উপেক্ষিত;
এদের হাতে দেশের শাসন
দেশবাসী আজ ভীত।


শিক্ষা হোক সুনির্দিষ্টমান
রাজনীতিতে এলে;
সংবিধান ও দেশের ভবিষ্যৎ
বোঝেনা এলেবেলে।


জ্ঞানীগুণীকে আসতে হবে
দেশ শাসনের জন্য;
এছাড়া জনগণের মুক্তি নাই
নাই কোন পথ অন্য।


ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে
করে ধর্ম নিয়ে খেলা;
মানুষের মনে ভয় ধরিয়ে
রাজনীতির এই মেলা।


ভোটের নামে সন্ত্রাস এনে
ওই মানুষ খুন হয়;
গায়ের জোরে ক্ষমতাটা চাই
তাই তো রক্ত ক্ষয়।


শাসক শোষক ভাবে না কিছু
ব্যক্তি চিন্তায় মত্ত;
কেমন ভাবে চলবে এই দেশ
ভালোরাই সব ব্রাত্য।


২৯শে আষাঢ়, ১৪৩০,
ইং ১৫/০৭/২০২৩,
শনিবার রাত ১০:০৭। ২০৮১,১৮/২০৮, ২৭/০৭/২০২৩।