যবে স্বাধীনতা ঘোষণা হল
পঁচিশের এর শেষে;
এই বাঙালি জাতির সত্তা
এলো নিজ বেশে।

জাগিলো বাঙালি স্বাভিমানে
নিজের পতাকা হাতে;
পেয়েছে আশীর্বাদ মায়ের
কেটেছে ভয় তাতে।

ওই বজ্রনিনাদে ঘোষিত হল
মোদের স্বাধীন বাংলাদেশ
শত্রু সৈন্যকে পরাজিত করে
পেয়েছি মুক্তির আবেশ।

রক্ত দিয়েছি জীবন দিয়েছি
আমরা সবাই মিলে;
সবুজের মাঝে রক্তিম সূর্য্য
রেখেছি আপন দিলে।

সাম্যের বার্তা ছিল যে হেথা
হয়নি পুরণ তাহা;
আলবদর আর রাজাকারেরা
ভেঙেছে শর্ত যাহা!

জাতির পিতার ইচ্ছা পূরণ
হয় নাই ​বন্ধু আজও;
জাত-ধর্ম শোষণহীন সমাজ
বাকি যে সেই কাজও।

প্রগতির পথ সম্মুখ পানে
পশ্চাৎ পানে নয়;
নবীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে
নবীনরা করবে জয়।

সোনার বাংলা সোনার হবে
বিভেদ রবেনা আর;
মৌলবাদের পাশবিক যন্ত্রনা
দূর হউক দায়ভার।

২০শে অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ০৭-১২-২০২১,
মঙ্গলবার বিকেল ৪:০৪।  ১৫২৯, ১৩/১২/২০২১।