ভুলবে তারা বেইমান যারা
জাতির পিতা সে;
মুজিব ছাড়া বাংলার কথা
আর ভেবেছে কে?

তার কথাতেই অস্ত্র হাতে
আমরা তুলেছিলাম
বাংলা মায়ের কত সন্তান
রক্ত, জীবন দিলাম।

মুজিব ছাড়া হত না ভাই
মায়ের শৃংখল মুক্তি;
রাজাকার আর আলবদর
সাজায় কত যুক্তি।

বিশ্ব চিনল সোনার বাংলা
ও নেতা মুজিবুর রহমান;
তাইতো তার এই জন্মদিনে
বিশ্ব জানায় সম্মান।

৩রা চৈত্র, ১৪৩১,
ইং ১৭/০৩/২০২৫
সোমবার রাত ১১:৫১।২৬৭৬,
২৫/২৭,১৮/০৩/২০২৫,