আমি অনুভবি আমার-
     জীবন দেবতা,
       শুনেছি তাঁহার বাণী;
কত রূপে সে যে-
     আছে সম্মুখে,
       উঠিছে নানান ধ্বনি।


রূপময় সে যে-
           রূপের আধার;
কেমনে বুঝিব-
       যে-সে হৃদয় সাধার?


সাধন মননে,
        সে আসিবে সম্মূখে;
আনন্দে হারাই,
          পাই তাঁরে দুখে।


জীবনের সাথে বাঁধা-
     সে যে ওরে,
      প্রাণের মাঝে কথা কয়;
দহন জ্বালায় আছে-
     সে যে মিশে,
       সেই অপরূপ রূপময়।


১৬ই অগ্রহায়ণ, ১৪২২,
ইং ০৩/১২/২০১৫,
বৃহস্পতিবার, সকাল ১১.৪০মিঃ।