জীবনের লড়াই কঠিন লড়াই,
                        জন্ম থেকেই শুরু;
লড়াইয়ের কথা ভাবতে গেলে,
                      প্রাণ করে দুরুদুরু।


পথের মাঝে কতনা ঝড়,
                 জীবন উলটপালট করে;
চলতে চলতে পথের দিশা,
                      হারায় চোখের নীরে।


চেতন মন ও হারায় দিশে,
             তাকায় দিগন্তের ওই পারে;
খোঁজে আপনজন বন্ধু-স্বজন ,
              ঐ সারা চলার পথটি ধরে।


লড়তে লড়তে দিন চলে যায়,
                    দেহের শক্তি হয় ক্ষীণ;
শক্তি দম্ভ আর থাকে না,
          হাত বাড়ায়ে চিরন্তন এক দীণ।


শেষের দিনে ভিক্ষা মাগে,
                           ধন দৌলত নয়;
অজানাকে দেয় সঁপে সে,
                        সকল পার্থিব ভয়।


২৬ শে ফাগুন, ১৪২৫,
ইং ১১/০৩/২০১৯,
সোমবার, সকাল ১০ টা। ৬৮৪ তাং ১১/০৩/২০১৯।