জীবনের পুঁজি প্রকৃতির দান,
ধনসম্পদ দেখে ব্যক্তির মান,
       আমরা মানূষ রেখেছি ধরে;
শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাঁহার,
বাঁচায়ে রাখিতে দিয়েছে আহার,
        ছড়ায়ে এই ধরনীর পরে।


সাম্য আর সমতা, জীবনের বারতা,
সূর্যালোক, জল, বায়ু নয় অন্যথা,
       রেখেছে ধরে সম্মুখে সবার;
ব্যক্তি ভাবনা, সাথে ব্যক্তি পুঁজি,
নহে এ সনাতন প্রকৃতির সূচী,
       তবে কেন ঘোর অবিচার?


ব্যক্তি পুঁজি সবই মুনাফা ভোগী,
তাঁরা সম্পদের মানসিক রোগী,
         শুধুই নিজে পেতে চায়;  
ধর্মে, বর্ণে বিভেদ এনে,
মানুষে মানুষে সীমানা টেনে,
        তাঁরা দেখায় মৃত্যু ভয়।


এমন যারা মানবতা হারা,
মান-হুস তাঁদের বন্ধ কারা,
     অহর্নিশ করে তাঁরা অত্যাচার;      
মানুষ আনিবে হুস মনুষ্যত্বে,
অন্ধ পুজিবাদ রয়েছে পশূত্বে,
     পূজিবে মানুষ মানব দেবতার।


১৭ই ভাদ্র, ১৪২৫,
ইং ০৩/০৯/২০১৮,
সোমবার, সকাল ৭টা। 599 dtd 02/10/2018.