এই জীবন একটা কবিতা,
          ছন্দ দিয়ে শুরু;
জীবন পথে চলতে চলতে
        বুক করে দুরু দুরু।


সুখ, দুঃখ, হাসি, কান্নার
        ছন্দে ভরা পথ,
ঐ ছন্দ হারালেই মৃত্যু ঘটে,
        থেমে যাবে রথ।


শৈশব, কৈশোর, যৌবনের,
        ছন্দে চলে বেশ;
অশ্রু ঝরে বার্ধক্যে এসে,
         ছন্দ ধারার শেষ।


নীল আকাশ ঢাকে মেঘে,
       অশ্রু ধারায় ভাসে;
বুঝতে পারি অতীত জীবন,
       সেই চেতনায় এসে।


৩০  শে আষাঢ়, ১৪২৭,
ইং - ১৫/০৭/২০২০,
বুধবার বেলা ১২:৩০। ১০৭১, ১৮/০৭/২০২০।