জীবন যন্ত্রণা- সম্পদের চাওয়া পাওয়া,
আনন্দ, যশ, ক্ষমতার লোভ;
মিলেমিশে একাকার হয়ে সম্মুখে আসে,
ক্ষণিকে ক্ষণিকে দাগে তোপ।


ভাঙে প্রাচীর, ভাঙ্গে ঘর, ভাঙে সংসার,
কতটুকু জানি কতটুকু বুঝি কে কার?


শুধু লোভ, শুধু ক্ষোভ, শুধু ভাঙ্গা গড়া,
সুখের পিছনে প্রাণপণ ছুটে,,
         শেষে এসে দুঃখের পিছনে খাঁড়া।
কেউ বোঝে না, বুঝিতে ও চায় না,
দুঃখ ছেড়ে কোথাও সুখ পাওয়া যায় না।


জীবন যন্ত্রণা যদি ভুলে যেতে চাও
লোভ, ক্ষোভ, আর চাওয়া পাওয়া,
                   একে একে সব ভুলে যাও।
যতটুকু আছে আপনার কাছে
পরের উপকারে নিঃশেষ করে,
                        তাহা ও বিলিয়ে দাও।            


মুক্ত হাওয়ায়, মুক্ত আকাশে,
পাখা মেলে দখিনা বাতাসে,
       মনের আনন্দে নিজেকে ভাসাও;
দুঃখ যাতনা সব উবে যাবে,
জীবন যন্ত্রণা আর নাহি রবে,
       আপনজনদের আনন্দে হাসাও।


৭ই আষাঢ়,১৪২৬,
ইং ২৩/০৬/২০১৯,
রবিবার, সন্ধ্যা ৬.৩০মি:। ৭২০ তাং ২৩/০৬/২০১৯।